ডিজিটাল পদ্ধতিতে সার সুপারিশ

বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি। এই কৃষি আজ বড় চ্যালেঞ্জের মুখে। বর্তমান এ চ্যালেঞ্জ থেকেই আমাদের দেশের কৃষকরা এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসল তুলতে জমিতে ব্যাপকহারে অনিয়ন্ত্রিত রাসায়নিক সার দিয়ে যাচ্ছেন। অন্যদিকে কতিপয় অত্যাবশ্যকীয় সার আদৌ ব্যবহার করছেন না। এতে মাটির উর্বরা শক্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি অপচয় হচ্ছে মূল্যবান রাসায়নিক সার। মাটির অনুজীবের কার্যকারিতা হারাচ্ছে। অতিরিক্ত রাসায়নিক সার মাটির নিচে চুয়ে নদী-নালায় মিশে যাচ্ছে। আবার গ্যাস হয়ে বায়ুমণ্ডলে মিশে পরিবেশ দূষিত করছে। মাটি হতে গাছ তার বৃদ্ধি ও উন্নয়নের জন্য ১৭টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে ১৪টি উপাদান পেয়ে থাকে। কিন্তু অসমহারে ও যথেচ্ছা সার ব্যবহার ও নিবিড় চাষাবাদের কারণে মাটিতে গাছের জন্য প্রয়োজনীয় ১৪টি পুষ্টি উপাদানের উপস্থিতি আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে। এ জন্য সার প্রয়োগের আগে অবশ্যই ফসলি জমির মাটি পরীক্ষা করে পরিমিত মাত্রায় সুষম সার দিতে হবে। এতে যেমন মাটির উর্বরতা রক্ষা করা সম্ভব হয় তেমনি সারের অপচয় রোধ করাও সম্ভব হয়। বলা বাহুল্য যে গত ২০০৮-০৯ সালে দেশে মোট ৩০ লক্ষ ৫ হাজার মেট্রিক টন রাসায়নিক সার ব্যবহার হয়। এর মধ্যে শুধুমাত্র ইউরিয়ার ব্যবহার হয় ২৪ লক্ষ মেট্রিক টন । অথচ ইউরিয়া সারের মাত্র এক-তৃতীয়াংশ ফসলের কাজে আসে। এই বিপুল পরিমাণ সারে সরকারের ভর্তুকি গুনতে হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। অথচ মাটি পরীক্ষা করে পরিমিত মাত্রায় সার প্রয়োগ করলে সরকারের হাজার হাজার কোটি টাকার ভতর্ুকি বাঁচানো সম্ভব। গবেষণায় দেখা গেছে মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার প্রয়োগ করলে ফসলের উৎপাদন খরচ হ্রাস পায় এবং ধানের ফলন গড়ে ২০ থেকে ২৫ ভাগ এবং অন্যান্য ফসলে ১০ থেকে ১৫ ভাগ পর্যন্ত ফলন বৃদ্ধি পায়।

তথ্য প্রযুক্তির সুফল কৃষকদের দোরগোড়ায় পেঁৗছে দেয়ার লক্ষ্যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট হাতে নিয়েছে নানা পদক্ষেপ। এর মধ্যে ডিজিটাল পদ্ধতিতে সার সুপারিশ কার্যক্রম অন্যতম। সংশিস্নষ্ট মহলের মতে, ডিজিটাল পদ্ধতিতে সার সুপারিশ কার্যক্রম বাস্তবায়িত হলে দেশে খাদ্য শস্যের উৎপাদন ২০ মিলিয়ন টন থেকে বেড়ে ২৪ মিলিয়ন টনে উন্নীত হবে। এ কার্যক্রমের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতর্ৃক "বেস্ট আইটি ইউজ-২০১০" পুরস্কার দেয়া হয়।

Read more

Share

কিছু না পাওয়ার চেয়ে ভালোবেসে কষ্ট পাওয়া ভালো

জামালের মা কারওয়ান বাজারে পিঠা বিক্রি করতেন। তার বাবা একজন প্রতিবন্ধী ভিক্ষুক। বিশ্বকাপ আয়োজনের জন্য সুন্দর ঢাকা গড়ে তোলার স্বার্থে জামালের মায়ের ফুটপাতের পিঠাঘর উচ্ছেদ হয়ে যায়। জামালের বাবাকে নিয়ে যাওয়া হয় ভবঘুরে আশ্রয়কেন্দ্রে। অগত্যা জামালের মা তাঁর নয় বছর বয়সী ফ্রি প্রাইমারি স্কুলপড়ুয়া জামালকে নিয়ে কুড়িগ্রামের উজানপুর চরে চলে যান। সেখানে একটা পর্ণকুটিরে জামালের দাদি থাকেন। বৃদ্ধা দাদি কী খাওয়াবেন এই ছোট্ট ছেলেটিকে? এক রাতে তাঁদের ভাত জোটে না, তাঁরা শালুকসেদ্ধ খেয়ে শুয়ে পড়েন। মাঝরাতে মা দেখেন, জামাল কাঁদছে। মা আতঙ্কিত হন, এই বুঝি জামাল ভাত চেয়ে বসে। আসলে জামাল কাঁদছে একটা দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখেছে, ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ক্রিকেট দল হেরে যেতে বসেছে। এটা এখন সে মাকে বলতেও চায় না। বলে ফেললে যদি স্বপ্নটা সত্যি হয়। সে তখন মাকে বলে ক্ষুধার কথা। একটু পর বলে, ‘মা, তোর সবুজ শাড়িটা কাইটা আমারে একটা পতাকা বানায়া দিবি। লাল গেঞ্জিটা কাটলেই তো সূর্যটা হইব।’ মা আশ্বস্ত হন যে ছেলে ক্ষুধার কথা ভুলে গেছে।

Read more

Share

Bangladesh 205 (Tamim 44, Botha 3-32, Johnston 3-40) beat Ireland 178 (Shafiul 4-21) by 27 runs

Bangladesh's bowlers held their nerve to atone for the failures of their batsman, as the pluck of the Irish proved insufficient to overcome the most fervent atmosphere of the World Cup so far. In a gripping, low-scoring encounter at Mirpur, Bangladesh flirted with disaster as they squandered a flying start from Tamim Iqbal to crash to 205 all out, and when Ireland reached 93 for 3 at the halfway mark of their reply, they were well on course for a hugely deserved victory. However, six wickets for the Bangladeshi spin quartet set the stage for a flying finish from Shafiul Islam, who claimed 4 for 21 in eight hostile and reverse-swinging overs, to seal a wildly acclaimed victory by 27 runs with five overs to spare.

The result was tough on the Irish who, like the Netherlands earlier in the week, gave the match their all and deserved a Test-playing scalp as their reward. But the belief and unity of the Bangladeshis had to be seen to be believed, as they dusted themselves down after a chastising performance with the bat, and set about defending their meagre total with skill, tenacity and some sublime commitment in the field. Mohammad Ashraful, whose mercurial batting once again let him down when the heat was on, proved a revelation with the ball, as his spin-bowling all-sorts picked up two vital wickets inside the first 19 overs, and whose subsequent celebrations imbued both his team-mates – and perhaps more crucially, a rammed and expectant Mirpur crowd – with belief.

There will be many higher-profile fixtures than this in the coming weeks, but few could prove as pivotal to the fortunes of two teams who exceeded expectations four years ago in reaching the Super Eights in the Caribbean. Ireland's hopes of playing in the 2015 tournament hinge on their ability to produce this sort of performance in each of their next five matches, to convince the ICC that they deserve their place at the top table. But more immediately, Bangladesh's victory gives them a real chance of pushing for a quarter-final place that their form in home internationals suggests could be attainable.

After winning the toss and choosing to bat, Bangladesh started the match with the same aplomb with which they finished, bringing their fans to their feet in a thrilling first four overs, in which Tamim's blistering volley of strokeplay lifted the score to an imposing 41 for 0. However, Ireland are a more resourceful side than meets the eye, and the early decision to reduce the pace on the ball slowly but surely changed the tide of the contest. Trent Johnston and John Mooney drew the sting of the innings with their unrelenting line and length, but it was left to the teenaged spinner George Dockrell to inflict the telling blows.

Read more

Share

Apocalypse Now (1979)

During the Vietnam War, the young American Captain Willard is given the assignment to hunt down and kill one of his own: Colonel Kurtz who has apparently gone insane, murdered hundreds of innocent people, and constructed a strange kingdom for himself deep in the jungle. Willard and his crew embark on a surreal river journey to find Kurtz, meeting along the way a Lieutenant-Colonel who surfs during live combat, Playboy bunnies dropped in by helicopter to entertain rowdy troops, and the inhabitants of a French plantation trapped in colonial times.
 
Also Known As: Apocalypse Now Redux (2001 version)
 
Production Status: Released
Logline: An American soldier is sent out to murder an American Colonel who has supposedly become insane.
Genres: Action/Adventure, Drama and War
Running Time: 2 hrs. 21 min.
Release Date: January 1, 1979
MPAA Rating: R for disturbing violent images, language, sexual content and some drug use.
Distributors: Miramax Films
Production Co.: Omni Zoetrope Studios
U.S. Box Office: $4,615,959
Filming Locations: Philippines
Thailand  
Produced in: United States

Share

The American (2010)

Alone among assassins, Jack is a master craftsman. When a job in Sweden ends more harshly than expected for this American abroad, he vows to his contact Pavel that his next assignment will be his last. Jack reports to the Italian countryside, where he holes up in a small town and relishes being away from death for a spell. The assignment, as specified by a Belgian woman, Mathilde, is in the offing as a weapon is constructed. Surprising himself, Jack seeks out the friendship of local priest Father Benedetto and pursues romance with local woman Clara. But by stepping out of the shadows, Jack may be tempting fate.

 

Genres: Romance, Thriller and Adaptation  
Running Time: 1 hr. 35 min.  
Release Date: September 1st, 2010 (limited)  
MPAA Rating: R for violence, sexual content and nudity.  
Distributors: Focus Features  
U.S. Box Office: $35,596,227  

Cast and Credits
 
Starring: George Clooney, Thekla Reuten, Paolo Bonacelli, Violante Placido, Irina Bjorklund 
Directed by: Anton Corbijn 
Produced by: Enzo Sisti, Anne Carey, George Clooney 

Share

Passionate Bangladesh provides perfect opening

 

Those who were not at the Bangabandhu National Stadium will never know just how successful and moving the opening ceremony of the 2011 World Cup was. Those who saw it on TV would have cringed at Sonu Nigam crooning an English inspirational song, Bryan Adams of all people being the top draw, recordings of Shankar-Ehsan-Loy's unremarkable theme song playing on loop, and the politicians inducing yawns with their speeches.

Those who were here, though, saw, heard and felt the heartbeat of Bangladesh cricket. What happened inside the stadium, sold out by 25,000 people welcoming the World Cup with open arms, was only a minor part of it. There were 25,000 other fans – and this is a conservative estimate, mind you – outside the stadium, with no hope or intention of getting in, partying away to their own rhythm of vuvuzelas, carrying Bangladesh flags about 50 feet in length, celebrating the World Cup.

The reception for the World Cup on the streets of Dhaka was the closest cricket can get to a football World Cup. There was no giant screen outside for them, the music could hardly be heard there, there was obviously no alcohol to keep them going, but they danced and made merry, choreographing their own moves. There was not an inch of space in about a kilometre's radius of the Bangabandhu Stadium. Nigam, Adams, Mustafa Kamal (the BCB chief) might as well have not turned up. The crowd either side of the stadium wall couldn't care less.

There were journalists at the ceremony who have covered cricket World Cups, Olympics, Asian Games, even football World Cups, and they swore they have never seen anything like this before. For a sport that has a bad history with opening ceremonies, nothing could have been more welcome. It didn't need the Bangladesh prime minister Sheikh Hasina to declare the World Cup open. The World Cup was open when at 2am last night, thousands were dancing on the streets, signing the best-wishes bat, and tens of cars went round and round the Bangabandhu Stadium. And when similar scenes were taking place at the Shere Bangla National Stadium in Mirpur, which didn't even have anything to do with the opening ceremony.

Read more

Share

টেলিফোন সংলাপ আড়িপাতার বিধান কার্যকর হচ্ছে

জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার টেলিফোনে আড়িপাতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) নামে একটি সংস্থা গঠন করেছে। ইতিপূর্বে গঠিত ন্যাশনাল মনিটরিং সেন্টার (এনএমসি) এর স্থলে নতুন এ সংস্থা কার্যকর হবে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিধান, যুদ্ধাপরাধীদের চলমান বিচারকার্য নির্বিঘ্নে সম্পন্ন করা, মোবাইল ফোনে চাঁদাবাজি রোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এই সংস্থা যেকোন নাগরিকের টেলিফোন সংলাপে আড়িপাততে পারবে। তবে কখন, কোথায় কি পরিস্থিতিতে আড়িপাতা হবে তা নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংশিস্নষ্ট সূত্র জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১-এর ৯৭ (ক) ধারার ক্ষমতা বলে সরকার রাষ্ট্র ও জনস্বার্থে যেকোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টেলিফোনে আড়িপাতার এখতিয়ার রাখে। বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনএমসি নামে একটি মনিটরিং সেন্টার গঠন করে। দেশের আইন-শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য এ সংস্থাটি গঠন করা হয়। পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এনএমসি নাম পরিবর্তন করে এনটিএমসি করার সিদ্ধান্ত নেয়া হয়। সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ সংস্থায় শিগগিরই প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হবে। তবে সংস্থাটিতে স্থায়ী ও প্রেষণে নিয়োগের বিধান রাখা হয়েছে। এনএমসি'র প্রধানের পদবী ছিল মহাপরিচালক। যা সংশোধন করে এনটিএমসি প্রধানের পদটি পরিচালক করা হয়েছে। অতিরিক্ত পরিচালকের নতুন দুইটি পদ সৃষ্টি করা হয়েছে। নবগঠিত এ সংস্থায় স্থায়ীভাবে ৩৭ জন, প্রেষণে ৪৪ জন এবং আউটসোর্সিং থেকে ১৬ জন কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলছে।

সূত্রটি আরো জানায়, এই সংস্থা কখন কার কথোপকথনে কত সময়ের জন্য আড়িপাতবে তা নির্ধারণ করা হয়েছে। সংস্থার কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার অনুমতি দেয়া হচ্ছে।

http://ittefaq.com.bd/content/2011/02/07/news0388.htm

Share

Enabling SquirrelMail For Your Web Sites On An ISPConfig 3 Server (Debian Lenny)

SquirrelMail's Apache configuration is in the file /etc/squirrelmail/apache.conf, but this file isn't loaded by Apache because it is not in the /etc/apache2/conf.d/ directory. Therefore we create a symlink called squirrelmail.conf in the /etc/apache2/conf.d/ directory that points to /etc/squirrelmail/apache.conf and reload Apache afterwards:

cd /etc/apache2/conf.d/
ln -s ../../squirrelmail/apache.conf squirrelmail.conf
/etc/init.d/apache2 reload

That's it already – /etc/apache2/conf.d/squirrelmail.conf defines an alias called /squirrelmail that points to SquirrelMail's installation directory /usr/share/squirrelmail.

Now go to the PHP open_basedir field on the Options tab of your web site in ISPConfig and add the directories /usr/share/squirrelmail and /etc/squirrelmail (that's the directory where SquirrelMail's configuration is stored) to the line, e.g. as follows:

Share

Errror on VMWare on my CentOS box- vmware is installed, but it has not been (correctly) configured, for this system

"vmware is installed, but it has not been (correctly) configured, for this system. To (re-) configure it, invoke the following command: /usr/bin/vmware-config.pl"

I've been receiving this error since I've been trying to setup VMWare workstation ver 5.0 on my Centos box.

It is now resolve after issueing the command-

VMWARE_DEBUG=yes vmware-config.pl –compile

Share