ইজেনারেশন কৃষি মন্ত্রালয়ের জন্য তৈরি করেছে ডিজিটাল সার সুপারিশ সফটওয়ার

দেশের শীর্ষস্থানীয় সফটওয়ার কোম্পানি ইজেনেরাশন কৃষি মন্ত্রালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট (এসআরডিআই) এর জন্য তৈরি করেছে ডিজিটাল সার সুপারিশ সফটওয়ার। বাজার উন্নয়ন প্রকল্প কাটালিস্ট, গ্রামীন ফোন এবং বাংলা লিংক এর সহযোগিতায় সফটওয়ারটি বর্তমানে পরিচালিত হচ্ছে যার মাধ্যমে কৃষকরা ডিজিটাল প্লাটফর্ম থেকে বিভিন্ন ফসলের জন্য সঠিক সার নির্বাচন ও তার পরিমান জানতে পারছে। 



কৃষি মন্ত্রনালয়ের সচিব সি.কিউ.কে. মুসতাক আহমদ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তৃতায় সি.কিউ.কে. মুসতাক আহমদ বলেন, সারাদেশে এ পদ্ধতির ব্যবহারের ফলে দেশের বার্ষিক খাদ্য শষ্যের উৎপাদন ৪০ লাখ মেট্রিক টন বেড়ে গিয়ে ২ কোটি টন থেকে ২ কোটি ৪০ লাখ টনে পৌঁছাবে।



ক্যাটালিস্ট-এর মহাব্যবস্থাপক জেমস ব্লিউয়েট, কৃষি গবেষণা পরিষদের নির্বাহী চেয়ারম্যান ড. ওয়ায়েস কবির, কৃষি সম্পসারন অধিদপ্তর এর মহা পরিচালক মো. সাইদ আলি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসআরডিআই’র পরিচালক মো. হামিদুল হক অনুষ্ঠানের সভাপতিত্ত করেন। এছাড়াও ইজেনেরাশন সিইও শামীম আহসান এবং প্রকল্প সমনবয়কারী মো. আকছাদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



ইজেনেরাশন এর সিইও শামীম আহসান এর মতে এ কার্যক্রম একদিকে যেমন ফসলের উৎপাদন বাড়াবে তেমনি অন্যদিকে উৎপাদন খরচ কমাবে। এ পদ্ধতিতে সার ব্যবহার করে ধানের উৎপাদন শতকরা ২০-২৫ ভাগ এবং অন্যান্য ফসলের উৎপাদন শতকরা ১০-১৫ ভাগ বাড়ানো যায়। কৃষকদের জন্য এ রকম একটি গুরুত্তপুর্ন সফটওয়ার তৈরীতে বাংলাদেশ সরকারের সহযোগী হতে পেরে ইজেনেরাশন গর্বিত।



দেশের শীর্ষস্থানীয় দু’টি মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক তাদের তথ্যপ্রযুক্তিনির্ভর প্লাটফর্ম জিপিসিআইসি (গ্রামীণফোন সামাজিক তথ্য কেন্দ্র) ও বাংলালিংক জিজ্ঞাসা ৭৬৭৬-এর মাধ্যমে সার বিষয়ক পরামর্শ তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেয়ার চ্যানেল হিসেবে কাজ করছে। 



কৃষকেরা এ দু’টি প্লাটফর্মের যেকোনটি ব্যবহার করে এবং ৫টি মৌলিক তথ্য — ফসলের নাম, জমির ধরণ ও ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম — দিয়ে তাদের ফসলের সার বিষয়ক পরামর্শ নিতে পারেন। 



এ পদ্ধতিকে সহায়তা দেয়ার জন্য সারাদেশের (৪৫৯ উপজেলা) মাটির পুষ্টি উপাদানের তথ্য নিয়ে একটি তথ্যভান্ডার গড়ে তোলা হয়েছে। তবে পাইলট পর্যায়ে ৩০টি উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরবর্তীতে সারাদেশে এ পদ্ধতি ব্যবহারের জন্য একটি চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হবে । 



দুটি ওয়েবসাইটে লগঅন করেও সার পরামর্শ পাওয়া যাবে। সাইট দু’টি হলো “frs.srdi.gov.bd” ও “www.frs-bd.com” এবং ইউজার নেইম হলো srdi ও পাসওয়ার্ড srdi। 



ইজেনেরাশন সম্পর্কে,

ইজেনেরাশন বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়ার সেবা প্রলদানকারী প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যেমন USA, Canada, UK, Germany, Denmark, Russia, Japan এবং India তে সফটওয়ার রপ্তানি করে।

Share

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.