জেলা জজদের প্রতি প্রধান বিচারপতি- ‘তোলা নেয়া জজদের নাম আমার কাছে আছে। ভোগের পরিবর্তে ত্যাগের মানসিকতা সৃষ্টি করুন’

জেলা জজদের প্রতি অভিযোগ করে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, আপনাদের অনেকেই নাজিরদের সঙ্গে অর্থ (টাকা পয়সা) লেনদেন করেন। তাদের কাছ থেকে তোলা নেন বলেও আমার ক াছে তথ্য রয়েছে। নাজিরদের কাছ থেকে আর তোলা নেবেন না। তিনি বলেন, আপনারা সবাই যে তোলা নেন তা নয়, কেউ কেউ নেন। তাদের নামও আমার কাছে আছে। আপনারা এই কাজটি আর করবেন না।

গতকাল শুক্রবার বিচার বিভাগীয় সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সম্মেলন অনুষ্ঠানে জেলা জজদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনার নাজির সাহেব তো আরেক সম্রাট। আমার কাছে অভিযোগ রয়েছে যে আপনারা অনেকেই বদলি হওয়ার সময় দাবি (ডিমান্ড) করেন তোমরা আমাকে যেহেতু একটা কিছু দিবে সেহেতু কোরআন শরীফ আর একটি লাঠি না দিয়ে ডিপ ফ্রিজ দিও। আমার কাছে তথ্য রয়েছে। কে চেয়েছে সেটাও আমি বলতে পারি। আমি অত্যন্ত সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আপনারা (জেলা জজ) নিম্নপদস্থ কর্মচারীদের সঙ্গে আপনার ভালো মন্দ শেয়ার করবেন না।’

প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশে বলেন, সমাজের বিভিন্ন পর্যায় থেকে আপনারা এসেছেন। কারুকার্য খচিত চেয়ারে আপনারা বসেন। আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতিভূ। যখন বিচারকাজ পরিচালনা করবেন আপনার সামনে থাকবে আইন এবং বিবেক। এটা থেকে পালাতে পারবেন না। মনে রাখবেন মহান আলস্নাহর দৃষ্টিশক্তির বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, দেশের ১৬ কোটি জনগণ বিচারকদের নিয়োগ দিলেও তারা বিচারকদের কর্মকাণ্ড ও সততা নিয়ে সন্তুষ্ট নয়। এটা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত। বিচার বিভাগ এখন জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে।

তিনি বিচারকদের উদ্দেশে আরো বলেন, ভোগের পরিবর্তে ত্যাগের মানসিকতা সৃষ্টি করতে হবে। এ জীবনে নাইবা হলো একটি বড় ফ্ল্যাট বা বাড়ি, নাইবা হলো একটি বড় গাড়ি। তিনি বিচারকদের মনে করিয়ে দিয়ে বলেন, ‘একটি ন্যায় বিচার করলে সাত আকবরি হজ্বের সওয়াব পাওয়া যায়। ইসলাম ও হাদিস বলছে এ সুসংবাদতো শুধু বিচারকদের জন্যেই। অন্য কারও জন্যেতো এ সুসংবাদ নেই।’

নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে মামলার রেকর্ড আসতে বিলম্বের কারণ উলেস্নখ করে প্রধান বিচারপতি বলেন, রেকর্ড না যাওয়ার জন্যও তদবির করা হয়। আজ আমি বলছি, কাল রাস্তার লোক বলবে। তার থেকে আমি বলাই ভালো।

Read more

Share

frontaccounting- how to recover admin password

If you manage to forget the admin password for a company in the system, how do you retrieve or reset it?

You can reset the admin password for a company by using phpMyAdmin. Enter the company database and find the correct table prefix f.i. 0_users.
Edit the user Admin. Paste the following md5 password, 5f4dcc3b5aa765d61d8327deb882cf99 , for ‘password’ into the password field.
You can now login as username: admin and password: password .
Please change this password this asap.

Share

Bangladesh complete clean sweep

The Sher-e-Bangla National Stadium may have been operating at a fraction of its full capacity due to World Cup renovations, but another nail-biting victory to Bangladesh in the final ODI against New Zealand sparked rapturous celebrations in the Mirpur crowd as the home team stormed to a 4-0 whitewash. Bangladesh had been bowled out for just 174 by a spirited New Zealand attack that showed plenty of fire in the first half of the dead rubber, but a catastrophic top-order collapse ensured that not even a trademark fightback from the lower-order could restore some pride to an outfit that was thoroughly outplayed throughout the series.

The rot began with Brendon McCullum’s wicket, when he top-edged a Rubel Hossain delivery that was far too wide to pull in the second over before Jesse Ryder capped his torrid tour, playing all around one that kept low in Rubel’s next over. BJ Watling was then run out after Ross Taylor called for an ill-advised second run. When Kane Williamson and Taylor were undone by two terrific deliveries in consecutive overs, it left New Zealand reeling at 20 for 5. The visitors seemed headed towards their most humiliating defeat of the disheartening tour. Bangladesh were on the attack, and nothing short of a gutsy lower-order fightback could prevent the hosts from inflicting an embarrassing defeat.

Read more

Share

25 Emerging Free Web Scripts to Watch

One of the unwritten rules of the script industry is that every week, new scripts are released, while others are simply abandoned and no longer maintained. Some of these newly developed scripts will at times be proclaimed as the best, with their marketing pitch reading along the lines of “Install me!” “Try me!” “Worship Me!”

We know that these sales pitches are simply buzz, or rather, noise. And here at Hot Scripts, one of our missions is to separate that noise from what’s useful and to highlight the hottest scripts to web developers. For this month’s issue of our newsletter, we wanted to take our mandate further and showcase a list of emerging scripts that are gaining popularity among web developers.

Here is our list, in no particular order, of 25 Emerging Free Scripts to Watch. This list comprises scripts coded in different languages and in a broad range of categories, from e-commerce to social networking and frameworks.

Open Atrium

Open Atrium is an intranet that combines six modules – a blog, a wiki, a calendar, a to-do list, a shoutbox and a dashboard to manage it all. Companies can use it as a collaboration tool whereby which different teams can start conversations or share files. It proves to be very useful for individual as a project management tool. The best thing about Open Atrium is that it is based on Drupal, which makes it extremely customizable.

Read more

Share

খাগড়াছড়ি ভ্রমণের এখনই সময়

বাংলাদেশের প্রধান বনজ সম্পদ সমৃদ্ধ অঞ্চল হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। দেশের সমতল এলাকার তুলনায় এ অঞ্চলের ভূ-প্রকৃতি যেন সম্পূর্ণ আলাদা। কোথাও উঁচু, কোথাও নিচু, ছোট আর বড় পাহাড়ের ফাঁকে ফাঁকে এখানে রয়েছে পাহাড়ী ঝিরি বা ঝরণা, ছড়া আর ছড়ি। ঘন সবুজ অরণ্যভূমির বুক চিরে কল কল শব্দে আপন অরণ্য ভূমির খরস্রোতা নদী চেঙ্গী, ফেনী, মাইনী ও কর্ণফুলী বহমান। অনেকটা সুন্দরবনের মতো পরিব্যাপ্ত গহীন পার্বত্য অরণ্যানী ছড়িয়ে আছে চেঙ্গী, কাসালং ও মাইনী উপত্যকা জুড়ে। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকদের আকর্ষণ ক্রমশ বাড়ছে। বর্ষার রেশ কেটে যাওয়ায় শরতের শানত্ম প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আকর্ষণে পর্যটকদের যেন হাতছানি দিয়ে ডাকছে খাগড়াছড়ি। শরৎ, হেমনত্ম আর শীতের মৌসুমে পর্যটকদের আকর্ষণ খুব বেড়ে যায়। প্রকৃতির অপার সৌন্দর্য যেখানেই বিলিয়ে আছে সেখানেই ছুটে যায় প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুরা। প্রকৃতির কিছু অপূর্ব সৃষ্ঠি অপার এ সৌন্দর্য্যকে করেছে মহিমান্বিত ও আকর্ষণীয়। এসব সৃষ্টিসমূহ হচ্ছে যথাক্রমে-

Read more

Share

Inhale (2010)

A couple goes to dangerous lengths to find a lung donor for their daughter.

Director: Baltasar Kormákur

Cast : Diane Kruger, Dermot Mulroney, Rosanna Arquette, Sam Shepard, Jordi Mollà, Vincent Perez, Walter Perez, David Selby, Mia Stallard, Kisha Sierra, Maria Bethke, Judy Herrera, Quinn Mason, Cesar Ramos, Joseph Adams, Kieran Sequoia, Jesus Jr., Richard Barela, Manny Rubio, Abraham Chaidez, Kevin Christopher Brown

Share

Brilliant Shakib knocks down New Zealand

Bangladesh rode on an outstanding all-round performance from Shakib Al Hasan to beat New Zealand by nine runs in Mirpur, making Daniel Vettori’s pre-match comments about his ability seem almost clairvoyant.

Shakib was scintillating with the bat in the latter part of Bangladesh’s innings, unleashing a range of shots in the batting Powerplay to lift Bangladesh to a competitive 229. He then tormented the visitors with the ball, scalping four invaluable wickets including a double-strike in the 15th over to remove the rampant Brendon McCullum and Grant Elliott. He then returned to bowl a brilliant penultimate over in the rain-curtailed run chase, giving away just three runs and claiming the wicket of Nathan McCullum to give his side an unexpected 1-0 lead in the five-match series.

Read more

Share