আবুল খায়ের দুর্যোগে দুঃসাহসী

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নুরুল হক বললেন, ‘আবুল খায়ের, তুমি কি যেতে পারবে?’
আবুল খায়ের বললেন, ‘পারব স্যার। কিন্তু ফিরে আসতে পারব, সে আশা নাই। আমি মারা গেলে স্যার লাশটা বাড়িতে পাঠায় দিয়েন!’
ঘটনাস্থল আরিচাঘাটের কাছাকাছি। সময়টা ২০০৫ সালের মে মাস। দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে লঞ্চ এম ভি রায়পুরা। নদী তখন উত্তাল, স্রোতের বেগ প্রায় ১৭ নটিক্যাল মাইল। লঞ্চ ডুবে যাওয়ার পর চার দিন পেরিয়ে গেছে, তখনো লঞ্চের ধারেকাছে যাওয়া যাচ্ছে না। নৌবাহিনী, বিআইডব্লিউটিএ—সবার চেষ্টা বৃথা। যমুনাপারের বাতাস তখন স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে।
ঊর্ধ্বতনদের অনুমতি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের। প্রচণ্ড স্রোতের বিপরীতে খায়ের প্রাণপণ সাঁতরে চলেন। একসময় তাঁর হাত-পা অসার হয়ে আসে। ইতিমধ্যে ১৩ বার থেমে থেমে বিশ্রাম নিয়েছেন, এবার আর বিশ্রামে শরীর মানে না। অক্সিজেন সিলিন্ডারের কৃপণ সরবরাহে তখন ফুসফুসটা শান্ত হচ্ছে না, চাই মুক্ত বাতাস। ঘুটঘুটে অন্ধকারে অন্ধের মতো হাত বাড়ান খায়ের, কি যেন হাতে ঠেকে। ভালোমতো পরখ করে বুঝতে পারেন, লঞ্চের রেলিং! দুঃসাহসী ডুবুরিকে কাবু করতে স্রোতও তখন উঠেপড়ে লেগেছে। যেন শরীর ছিঁড়েবিড়ে নিয়ে যাবে! রেলিং দুই পায়ে জড়িয়ে ধরে, বয়ে নিয়ে আসা নোঙরের দড়িটা লঞ্চের সঙ্গে শক্ত করে বাঁধেন খায়ের। লম্বা একটা দম নিয়ে, ঢুকে পড়েন লঞ্চের ভেতর।
টর্চের আবছা আলোয় দেখতে পান, শতাধিক ফুলে-ফেঁপে ওঠা লাশ!
খায়েরের তখন সময় খুব কম। সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে আসছে, নিঃশ্বাস নিতে হচ্ছে হিসাব করে। হিসাবে গরমিল হলেই লঞ্চের ভেতর লাশের সংখ্যা বাড়বে আরও একটা! কিন্তু এত দূর এসে খালি হাতে ফিরে যাবেন? মৃত দেহগুলোর তখন গায়ে হাত দেওয়ার মতো অবস্থা নেই। বহু কষ্টে একটা লাশ সঙ্গে নিয়ে লঞ্চের ভেতর থেকে বেরিয়ে এলেন খায়ের। সঙ্গে সঙ্গে লাশটা প্রচণ্ড বেগে ওপরের দিকে উঠতে থাকে। খায়ের তখনো লাশটাকে শক্ত হাতে আঁকড়ে ধরে ছিলেন। এরপর তাঁর আর কিছু মনে নেই।
জ্ঞান ফিরলে খায়ের নিজেকে আবিষ্কার করেন উদ্ধারকর্মীদের জাহাজে।

ফায়ার সার্ভিসের দুর্ধর্ষ ডুবুরি আবুল খায়ের, বহুবার নিজের জীবন বিপন্ন করে অংশ নিয়েছেন উদ্ধারকাজে। জলে কিংবা স্থলে, যেকোনো জটিল উদ্ধারকাজে ডাক পড়ে তাঁর। আবুল খায়েরও ছুটে যান নিঃসংকোচে। ইতিমধ্যেই দুঃসাহসী কাজের জন্য বেশ কিছু স্বীকৃতি মিলেছে তাঁর, দেশে-বিদেশে বহু পত্রিকায় ছাপা হয়েছে তাঁর জীবনের সত্যিকারের গল্প। পেয়েছেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, জাতিসংঘের কাছ থেকেও মিলেছে স্বীকৃতি। আবুল খায়ের বললেন, ‘৭০টা দেশে ২১টা ভাষায় আমার জীবনকাহিনি ছাপা হইছে। এই খবর আমি পত্রিকায় পইড়া জানছি।’
গত ২২ বছরে অসংখ্য উদ্ধারকাজে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশে-বিদেশে পরিচিতি পাওয়া ডুবুরি আবুল খায়ের এখন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের গর্ব। অথৈ জলের অতলে ঘুরে বেড়ানোটা যাঁর কাছে ছেলেখেলা, কোথায় তাঁর সাঁতারের হাতেখড়ি—জানতে চাই। আবুল খায়েরের গল্প শুনতে শুনতে কল্পনার চোখে আমরা দেখতে পাই, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা, শেরেবাংলা হাইস্কুলের সঙ্গেই একটা টলটলে পানির দিঘি!

Read more

Share

Group-Office installation on Debian 6.x

I used the auto installation as guided by the group-office wiki. However, for conveniences, quoting the contents once again:

Easy installation on a dedicated Debian or Ubuntu server

This is the easiest way of installing Group-Office. With the debian packages everything is configured automatically and Group-Office updates will be installed automatically when you update your Debian or Ubuntu system.

Install Debian >= 5 or Ubuntu >=8.10

Note: All the commands here use "sudo". This is necessary on Ubuntu. If you are on Debian you can use the "su" command first and execute all the commands without "sudo".

Add the following line to /etc/apt/sources.list

deb http://repos.groupoffice.eu/ threeseven main

You can do that easily by executing the following command in the terminal:

echo -e "\n## Group-Office repository\ndeb http://repos.groupoffice.eu/ threeseven main" | sudo tee -a /etc/apt/sources.list

To authenticate the packages you need to import the public key by running the folowing commands: In ubuntu don't do this as root because you will have trouble with the gpg keyring permissions. On debian you can do this as root and omit the sudo command before the apt-key add command.

gpg –keyserver hkp://keyserver.ubuntu.com:11371 –recv-keys 01F1AE44

gpg –export –armor 01F1AE44 | sudo apt-key add –

Note: The keyservers are often very slow. If the keyserver doesn't respond you may try this one instead: hkp://pgp.mit.edu

Read more

Share

Putting Varnish In Front Of Apache On Ubuntu/Debian

 

Varnish is an open source "web accelerator" which you can use to speed up your website.

It can cache certain static elements, such as images or javascript but you can also use it for other purposes such as Loadbalancing or some additional security.

In this tutorial we will focus on the latter one. 

In this mode, Varnish will stop incomplete HTTP requests from reaching your Apache webserver.

This tutorial is built on Ubuntu, but will probably also work on Debian.

First of all, make sure you are running Apache2 and have it configured.

Read more

Share

‘টু বি অর নট বি: দ্যাট ইজ দি কোশ্চেন।’ আজ কি আমাদের সেই স্বপ্নপূরণের দিন? আজ কি এশিয়ায় অভিষিক্ত হতে যাচ্ছে এক নতুন ক্রিকেট চ্যাম্পিয়ন? যে দল সমর্থন করি, সেই দলের খেলার দিন বুক কাঁপে, জিভ শুকিয়ে কাঠ, মুখে খাবার রোচে না। কারও কোনো প্রশ্ন কানে যায় না। আর আজ বাংলাদেশের খেলা। বাংলাদেশ ক্রিকেট দলের খেলা!
নিউজিল্যান্ডকে ৪-০ ধবল ধোলাই করার পর থেকেই স্বপ্ন বুনে চলেছি। কানে কানে এই মন্ত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে, তোমরা আত্মবিশ্বাসী হও, তোমরা পারবে। দেয়ার ক্যান বি মিরাকলস হোয়েন ইউ বিলিভ। অলৌকিকত্বে বিশ্বাসী হতে বলছি না, বলছি নিজের ওপরে ভরসা রাখতে। বিশ্বকাপেও বড় স্বপ্ন দেখেছিলাম। আবার বড় আঘাতও পেয়েছিলাম। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫৮ রান করে মুখ চুন হয়ে গিয়েছিল। তখনো দলকে ‘দুয়ো’ দিইনি। দলে বলে ছুটে গেছি চট্টগ্রামে। বাংলাদেশ রান তাড়া করতে গিয়ে উইকেট সব হারিয়ে ফেলছিল। অনেকেই গ্যালারি ছেড়ে চলে যাচ্ছিলেন। কাতর কণ্ঠে বলেছিলাম, ‘ভাই হবে, শফিউলের টেস্টে ফিফটি আছে, থাকেন। হবে।’
হয়েছিল তো! বাংলাদেশ হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। সাকিব আল হাসানের চোখে সেদিন ছিল জল। তখন আমরাও কেঁদে বুকের ভার কমিয়েছিলাম।
আজ আমরা স্বপ্নপূরণের বড় কাছাকাছি এসে গেছি। কারও দয়ায় নয়, বাংলাদেশের বাচ্চা বাচ্চা ছেলেগুলো, যাদের শরীরে এখনো অপুষ্টির চিহ্ন, তারা আমাদের স্বপ্নতোরণে এনে দিয়েছেন তাদের ব্যাট আর বলের দাপটে। নাসিরকে দেখুন, কি হ্যাংলা-পাতলা। মুশফিককে মনে হয় এত্তটুকুন একটা ছেলে। সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে ৯০ রান করার পরে হেলমেট খুলে ফেলেছিলেন। তার মাথায় পানি ঢালতে হয়েছিল। মঙ্গলবার শ্রীলঙ্কার সঙ্গে ব্যাট করতে নেমে তিনি ইঙ্গিতে দেখাচ্ছিলেন ‘বুকে ব্যথা’, ডাক্তার দৌড়ে ছুটে গেছে, একটু পরে এন্টাসিডের শিশি নিয়ে ছুটলেন সহখেলোয়াড়। আহারে, আমার গরিব মায়ের গরিব সন্তানেরা। ৩২ কোটি চোখ চেয়ে আছে ওদের দিকে। আমাদের সব ভালোবাসা, সব শুভকামনা, সব দোয়া, সব প্রার্থনা ওদের জন্য। হে আল্লাহ, আমাদের এই দলটিকে আজ তুমি জিতিয়ে দাও। হে ঈশ্বর। হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার ফুল বাংলার ফল পুণ্য হোক।
আজ বাংলাদেশ জয়লাভ করলে এই ভূগোলের ক্রিকেটের পথরেখা পাল্টে যাবে। শুধু কি ক্রিকেট, আমাদের সামাজিক রাজনৈতিক জীবনেও অনেক অপ্রাপ্তির মধ্যে আজকের জয় আমাদের দিতে পারে ঘুরে দাঁড়ানোর বড় প্রেরণা।

Read more

Share

Improving Apache Tomcat Security – A Step By Step Guide

Apache Tomcat boasts an impressive track record when it comes to security. According to the official Apache Tomcat Wiki Pages, there has never been a reported case of actual damage or significant data loss due to a malicious attack on any Apache Tomcat instance. Most vulnerabilities, both major and minor, are discovered by the Tomcat community itself or security researchers, and quickly patched. Thus, the default installation of Tomcat can be said to be "fairly secure".

Starting from this baseline, there are additional measures that can be taken to make Tomcat as secure as possible for a given use case. As with any security scenario, Tomcat security is a matter of balancing ease of use and access with restriction and hardening of access. For example, although it is technically more secure to disable Tomcat's deployment capabilities when moving to production, for many organizations the desire to automate deployment supersedes the security benefit of disabling these features.

Read more

Share

A Simple Step-By-Step Guide To Apache Tomcat SSL Configuration

Secure Socket Layer (SSL) is a protocol that provides security for communications between client and server by implementing encrypted data and certificate-based authentication. Technically, the term "SSL" now refers to the Transport Layer ouSecurity (TLS) protocol, which is based on the original SSL specification.

SSL is one of the most common ways of integrating secure communication on the internet, as it is a mature protocol that is well-supported by every major browser and a number of well-respected organizations provide third party SSL authentication services.

If you're using Apache Tomcat, chances are that at least some of the data you're handling is sensitive, and SSL is an easy way to offer your users security. The good news is that Tomcat fully supports the SSL protocol. The bad news is that the configuration process and SSL itself can be a little confusing for first-time users.

Don't worry! To help you get SSL working with your Tomcat servers, we've assembled a simple, comprehensive, step-by-step guide to using SSL with Tomcat. From an overview of how the protocol actually works, to clear, simple configuration instructions, this guide will help you get SSL running on your server in no time.
Tcat eliminates tedious configuration tasks. Create the correct configuration a single time, save it to a server profile, and apply it to other instances (or groups of instances) with a single click. Try Tcat for free today!

Read more

Share

Team effort takes Bangladesh to historic final

Bangladesh made it to the final of the Asia Cup, defying pre-tournament expectations with consecutive victories against their more fancied neighbours. It was only the second time they had reached the finals of a one-day tournament. The bowlers restricted Sri Lanka to 232, but rain siphoned off ten overs and reduced the target to 212. The increased asking-rate, 5.30 an over, gave both teams a chance, but enterprising batting by Tamim Iqbal on a spiced-up pitch gave their chase a kickstart. The Bangladesh middle order withstood the pressure and gave the expectant crowd a reason to show up in similar numbers for the final, on Thursday.

Nasir Hossain proved once again why he is the find of the season for Bangladesh and Tamim put the farce of his earlier non-selection to rest. Nasir's calm half-century partnership with Mahmudullah ensured Bangladesh did not implode in the rush for a quick finish. The sea of green jerseys in the crowd were rewarded for staying in their seats even as Sri Lanka clawed back. Many clasped their hands in prayer once Bangladesh lost their fifth wicket, Shakib Al Hasan, but the temperament of the sixth-wicket pair showed why Bangladesh could start the finals not as underdogs, but contenders. India, waiting on the result of this game, will be headed home despite a better net run-rate because they lost to Bangladesh.

Sri Lanka were pegged back at the very beginning, when another Hossain, Nazmul, coming in for the injured Shafiul Islam, nipped out three top-order wickets. The middle order, led by Chamara Kapugedera, gave the innings some respectability, but Sri Lanka were not able to post a challenging score on a ground on which two big chases had already been completed in the tournament.

A mid-innings downpour gave the pitch the kind of zip missing during the afternoon. Lasith Malinga tested the top order with bouncers that fizzed past the helmet, while Nuwan Kulasekara got the ball to swerve in to the right-handers to castle Nazimuddin and flummox the captain Mushfiqur Rahim

Read more

Share

সচিনদের ছিটকে দিয়ে প্রথম বার ফাইনালে বাংলাদেশ

মাত্র আঠেরো দিনের তফাত। কিন্তু অবিকল একই পরিস্থিতি। মাঠের বাইরে বসে আলো আর অন্ধকারের সূতোয় দুলতে থাকা। কখনও রোদ্দুর তো পরক্ষণেই মাথার ওপর কালো মেঘ। শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে ছিটকেই গেল ভারত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ঢাকা। ভারতীয় ক্রিকেটের অভিশপ্ত অধ্যায় চলল। তফাতের মধ্যে এখানে সচিন তেন্ডুলকরের মহাকীর্তি স্থাপন দেখা গিয়েছে। বিরাট কোহলির দুর্ধর্ষ ১৮৩ ঘটতে দেখা গিয়েছে। কিন্তু টিম হিসেবে বিশ্বকাপজয়ীদের বিপণ্ণতা উপমহাদেশের পরিচিত জল-আবহাওয়ায় এসেও কাটল না!
পাশাপাশি ঢাকা বা মীরপুরের রাস্তায় যেন বিশ্বকাপ জেতার উৎসব! প্রধানমন্ত্রী শেষ হাসিনার সামনে সাকিব-আল-হাসানরা শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথম বার এশিয়া কাপ ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলতেই দলে দলে লোক বেরিয়ে পড়েন। শ্রীলঙ্কা ২৩২ রান তোলার পর ডাকওয়ার্থ-লুইসে বাংলাদেশের লক্ষ্য ছিল ৪০ ওভারে ২১২। ১৭ বল বাকি থাকতে তা উঠে যায়।
এত দিন ধরে শুধু রাস্তাঘাট স্তব্ধ হতে দেখা যাচ্ছিল শুধু রাজনৈতিক মিছিলে। এ দিন বাংলাদেশ ফাইনালে ওঠার পর রাস্তাঘাট অচল হয়ে পড়ল ক্রিকেট-মিছিলে। জাতীয় পতাকা হাতে ‘বাংলাদেশ বাংলাদেশ’ জয়ধ্বনি দিতে দিতে হাজার হাজার ক্রিকেটভক্তের মিছিল। যানবাহন আটকে পড়েছে। রাস্তা জুড়ে নাচ-গান চলছে। ঢাক বাজছে। দেখে মনে হবে যেন কোনও ২৫ জুন, ১৯৮৩-র ভারতীয় রাত। অথবা ২ এপ্রিল রাতের মেরিন ড্রাইভ। মুম্বইয়ের জায়গায় শুধু ঢাকা।

ঢাকার রাস্তায় উৎসবের রাত। ঢাকার টিম হোটেলে বাংলাদেশের উৎসবের রাত। আর একই হোটেলের সাত তলায় নিস্তব্ধতার রাত। ফের শোকস্তব্ধ হয়ে লাগেজ গোছানোর রাত। ২ মার্চ ব্রিসবেনে বসে ধোনির টিম প্রার্থনা করেছিল যেন শ্রীলঙ্কা হারে। তা হলে তারা কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজের ফাইনাল খেলতে পারবে। এ দিন ঢাকার হোটেলে বসে জপ করতে থাকল যেন শ্রীলঙ্কা জেতে। তা হলে তারা এশিয়া কাপ ফাইনাল খেলতে পারবে। দু’দিনের দু’টো বিপরীতমুখী প্রার্থনা। কিন্তু বিচারের বাণী এক। অস্ট্রেলিয়া থেকে যেমন বিরাট কোহলি ট্র্যাজিক নায়ক থেকে ফিরেছিলেন, ঢাকা থেকেও ফিরছেন। হোবার্টে দুধর্ষ ১৩৩ করেও অসহায়ের মতো তাঁকে ফেরার টিকিট হাতে নিতে হয়েছিল। এখানে অবিশ্বাস্য ১৮৩ করে পাকিস্তানকে হারিয়েও ফেরার বিমানে উঠতে হচ্ছে।
ভারতীয় দলের নতুন সহ-অধিনায়ককে আবিষ্কার করা গেল হোটেলের ডিভিডি শপে। পছন্দের মিউজিক অ্যালবামের খোঁজ করছেন। ব্রিসবেনের অপেক্ষা। ঢাকার উৎকণ্ঠা। কোহলি তবু স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন। “আমি ঠিক করেছি, এ রকম পরিস্থিতিতে একদম ক্রিকেট থেকে সুইচ অফ করে থাকব। নিজেকে টেনশনের মধ্যে ফেলে লাভ নেই। যদি ফাইনাল খেলি মাঠে গিয়ে আবার সুইচ-অন করব।” এটা কি ব্রিসবেনের শোক থেকে শিক্ষা? কোহলির জবাব, “না, না। তার আগে থেকেই। ব্রিসবেনেও আমি একই ফর্মুলায় সুইচ-অফ করে দিয়েছিলাম।”
বোনাস পয়েন্ট-সহ পাকিস্তান শেষ করল ৯ পয়েন্ট নিয়ে। ভারত আর বাংলাদেশ দু’টো দলই শেষ করেছে ৮ পয়েন্টে। কিন্তু এশিয়া কাপের নিয়ম অনুযায়ী, মুখোমুখি ম্যাচে বাংলাদেশ যেহেতু ভারতকে হারিয়েছে, সাকিব-আল-হাসানরা ফাইনালে চলে গেলেন। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও টুর্নামেন্টের ফাইনাল। আর কাদের ছিটকে দিয়ে? একটা দল বতর্মান বিশ্বচ্যাম্পিয়ন। অন্যটা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন এবং এ বারের রানার্স।
অথচ সারা দিন ধরে ভারত-পাকিস্তান ফাইনাল হচ্ছে ধরে নিয়ে কত রকম নাটক আর জল্পনাই না চলছিল। সঈদ আজমলের অ্যাকশন নিয়ে চলা বিতর্ক। আজমল নাকি পাল্টা সচিন তেন্ডুলকরকে এক হাত নিয়েছেন বলে দুপুর থেকে খবর চাউর হল। পাকিস্তান শিবির থেকে আবার দাবি করা হল, আজমল ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। কাউকে বেসরকারি ভাবে কিছু বলে থাকলে সেটা প্রচার করা অনৈতিক।
আর সচিনের হাবভাব দেখে মনে হচ্ছিল, ভেতরে ভেতরে তিনি অত্যন্ত বিরক্ত। আইসিসি-র পক্ষ থেকে এমনকী তাঁকে বোঝানোর চেষ্টা হয়েছে যে, আজমলের বোলিং অ্যাকশন তারা খুঁটিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু সচিনকে খুব মানানো গিয়েছে এমন খবর নেই। এ রকম পরিস্থিতিতে তিনি বরং আরও জেদ নিয়ে তৈরি হচ্ছিলেন ফাইনালের সম্ভাব্য পাক ম্যাচ নিয়ে। সোমবার রাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পার্টিতে পর্যন্ত তিনি যাননি। শেখ হাসিনার বাড়ি থেকে হোটেলে ফিরে আসেন। আঙুলের শুশ্রুষা করবেন বলে। শততম সেঞ্চুরির জন্য প্রচুর ভক্ত হাত বাড়িয়ে দিচ্ছে। আর সচিন বিনীত ভাবে তাদের বলে চলেছেন, ডান হাত মেলাতে পারছি না। বাঁ হাতে করছি। শ্রীলঙ্কা ২৩২ অলআউট হয়ে গিয়েছে দেখে এ দিন জিমে ঢুকে পড়লেন। এক ঘণ্টা ধরে সাইক্লিং করে গেলেন। এটা তাঁর নতুন ট্রেনিং রুটিন। এক ঘণ্টা সাইক্লিং। আজও ওই এক ঘণ্টা পৃথিবীর অন্যান্য সব দরজা-জানলা বন্ধ। সাইক্লিং শেষ করেই আবার দাঁড়িয়ে পড়লেন জিমের টিভি-র সামনে। বাংলাদেশ ব্যাট করতে নামছে দেখে দ্রুত উপরে উঠে গেলেন। কিন্তু দলগত ভাগ্যের ক্ষেত্রে সচিন তেন্ডুলকরের জন্য তো একই বিচারের বাণী। প্রবীণ কুমারের জন্য যা। তাঁর জন্যও তাই। তা তিনি যতই বিরল ব্যক্তিগত নৈপুণ্যের অধিকারী হোন। যতই জিনিয়াস হোন। এশিয়া কাপ ফাইনাল হবে বৃহস্পতিবার। কিন্তু সচিনদের ফিরে যেতে হচ্ছে বুধবারই। আজ থেকে পাঁচ বছর আগে ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে যেমন বিষণ্ণ ভাবে বিদায় নিতে হয়েছিল ত্রিনিদাদের হোটেল থেকে।

Read more

Share

An all-round effort with the bat, ball and in the field helped Bangladesh continue their giant-killing run and defeat Sri Lanka by five wickets in a rain-affected match at Dhaka today to seal their spot in the final of the Asia Cup.

In a must-win match for them, Bangladesh bowled Sri Lanka out for 232 and then chased down the revised target of 212 in 40 overs with five wickets and 17 balls to spare. A lengthy rain delay after Sri Lanka's innings resulted in the truncated match, but Bangladesh held their nerve despite stumbling in the chase to earn a well-deserved win.

Bangladesh had a disastrous start to the run chase when they were slipped to 40 for 3 in 7.1 overs with Nuwan Kulasekara accounting for Nazimudding and captain Mushfiqur Rahim; and Suranga Lakmal had Jahurul Islam caught by Chamara Kapugedera at midwicket.

The in-form duo of Tamim Iqbal and Shakib Al Hasan got Bangladesh's chase back on course with their 76-run partnership in 12.1 overs for the fourth wicket to put the pressure back on Sri Lanka as the pair kept the scoreboard ticking over by rotating the strike and also hitting boundaries at regular intervals. None of the Sri Lankan bowlers made any impact on Tamim and Shakib as they adopted a low-risk but effective approach in their partnership.

Tamim, who was surprisingly left out of Bangladesh's original squad for the tournament before being reinstated, got to his half-century from only 46 balls; with Shakib continuing his brilliant form with the bat scoring his 50 from 43 deliveries. Tamim, who scored a 57-ball 59 had 28 dots, 19 singles, a couple of twos and nine boundaries in his innings; while Man-of-the-Match Shakib (56 from 46 deliveries) had 19 dots, 14 singles, four twos, two threes and seven boundaries to his name – this is as close as it gets to a
perfect partnership in ODIs.

Off-spinner Sachithra Senanayake dismissed both the set batsmen in quick succession to put the pressure back on Bangladesh with the hosts 135 for 5 in the 24th over. Senanayake dropped Tamim off his own bowling when the Bangladeshi opening batsman was on 51, but made amends soon after when he had the southpaw caught by Lahiru Thirimanne at point; before finally winning the battle against Shakib by trapping him plumb in front.

But, Nasir Hossain (36*) and Mahmudullah, who remained not out on 32 from 33 deliveries shared an unbroken partnership of 77 runs in 83 deliveries to ensure Bangladesh wouldn't be denied their just rewards.

Shakib Al Hasan (L) celebrates after dismissing Sri Lanka's Nuwan Kulasekara. (AFP/Getty Images)
Earlier, medium-fast bowler Nazmul Hossain gave Bangladesh the perfect start when he struck thrice in his first spell as Mahela Jayawardene's team were reduced to 32 for 3 inside 10 overs.

Hossain, playing his first match of the tournament as replacement for the injured Shafiul Islam clean bowled Jayawardene and then had Kumar Sangakkara caught by Nazimuddin at extra cover before he got Tillakaratne Dilshan (19) to play on to his stumps as Sri Lanka was rocked by these three early blows.

Kapugedera and Thirimanne then got Sri Lanka's innings back on track with their 88-run partnership for the fourth wicket, but the pair took 22.4 overs to get those runs as Bangladesh's bowlers made the batsmen work hard to keep the scoreboard ticking over with their tight bowling and they were ably backed by their fielders. Thirimanne hit only three boundaries in his 73-ball 48 before he was stumped off the bowling of Abdul Razzak as the ball rolled on to the wickets after hitting wicket-keeper Rahim's pad. The left-handed Thirimanne's innings included 38 dot balls, 28 singles, four twos and the three boundaries.

Read more

Share

Terrific team effort puts Bangladesh in final

“Bangladesh, Bangladesh,” cries rent the air. Mexican waves were discarded in the collective urge to stand up and applaud. The crowd was on its feet and the host made another confident step towards gaining respect for its cricketing ability.

Egged by boisterous fans and a beaming Prime Minister Sheikh Hasina, Bangladesh registered a five-wicket victory over Sri Lanka in the Asia Cup match at the Sher-e-Bangla National Stadium, and with that, M.S. Dhoni's men were forced to advance their return tickets to India.

Mushfiqur Rahim's merry bunch (8 pts) qualified for the final against Pakistan here on Thursday, while defending champion India (8) and Sri Lanka (0), finalists in the last two editions, were left nursing their ‘what-could-have-been' tales.

Chasing a revised target of 212 in 40 overs, after a 105-minute rain-interruption forced the invocation of the Duckworth-Lewis Method and a scaling down of Sri Lanka's original score of 232, Bangladesh initially fluctuated between hope and despair.

Early wickets

A confident Tamil Iqbal (59) picked his spots on the off-side and when the seamers over-compensated, the ball sped through mid-wicket. However, three of his partners succumbed tamely with Mohammad Nazimuddin chopping on to his stumps, Jahurul Islam miscuing a pull and Mushfiqur Rahim revealing a gap between bat and pad.

Read more

Share