ডিজিটাল সই প্রদানকারী কর্তৃপক্ষের লাইসেন্স পেল ছয় প্রতিষ্ঠান Rumi, January 20, 2011January 20, 2011 যেকোনো ধরনের ইলেকট্রনিক প্রমাণপত্র বা দলিল তৈরির জন্য দেশে ডিজিটাল সই চালু করার জন্য সরকার ছয়টি প্রতিষ্ঠানকে সনদ প্রদানকারী কর্তৃপক্ষ (সারটিফাইং অথরিটি—সিএ) হিসেবে কার্যক্রম পরিচালনার লাইসেন্স দিয়েছে। গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান আনুষ্ঠানিকভাবে লাইসেন্স হস্তান্তর করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো দেশে সিএ হিসেবে ডিজিটাল সই বিতরণ, হস্তান্তর, পরিচালনসহ ই-লেনদেনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সনদ প্রদান করতে পারবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এর মাধ্যমে দেশ ই-লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে বলে জানান। তিনি আশা করেন, সরকারি ও বেসরকারি সম্মিলিত উদ্যোগে একটি জ্ঞানভিত্তিক সমাজ তৈরির প্রচেষ্টা আরও বেগবান হবে। অনুষ্ঠানে সনদ প্রদানকারী কর্তৃপক্ষগুলোর নিয়ন্ত্রক (সিসিএ) ও বিসিসির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান জানান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন ও বিধিমালার আলোকে দেশে ডিজিটাল সই প্রবর্তনের লক্ষ্যে লাইসেন্স দেওয়ার এই প্রক্রিয়া গত ১৯ জুলাই শুরু হয়। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর আবেদন, সংযুক্ত দলিলাদি, সিএ কার্যক্রম পরিচালনার প্রস্তাব উপস্থাপন এবং বিদ্যমান ভৌত ও কারিগরি সুবিধা যাচাইয়ের পর ছয়টি প্রতিষ্ঠানকে ৩০ নভেম্বর প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয় এবং প্রতিষ্ঠানগুলো কর্তৃক আইনি বাধ্যবাধকতা পূরণের পর আনুষ্ঠানিক লাইসেন্স দেওয়া হয়। সিএ লাইসেন্স পাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো: বাংলাফোন লিমিটেড, কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, ডেটা এজ লিমিটেড, দোহাটেক নিউ মিডিয়া, ফ্লোরা টেলিকম লিমিটেড ও ম্যাংগো টেলিসার্ভিসেস লিমিটেড। বিধিমালা অনুসারে কমপক্ষে ৬০ শতাংশ দেশি মালিকানা আছে, এমন প্রতিষ্ঠানই লাইসেন্সের সনদের জন্য আবেদন করতে পারে। আগামী ২৬ মার্চ থেকে ডিজিটাল সই মাঠ পর্যায়ে চালু করা যাবে বলে জানানো হয়। অনুষ্ঠানে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, সিসিএর পরামর্শক জাহিদুর রহমান, পরামর্শক প্রতিষ্ঠান স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ফোরকান বিন কাসেমসহ অনেকেই উপস্থিত ছিলেন। ডিজিটাল সই চালু হওয়ার পর দেশে ই-প্রকিউরমেন্ট, ই-কমার্স, ই-লেনদেন, অনলাইনে আয়করসহ বিভিন্ন ফি প্রদানে ডিজিটাল পদ্ধিতর প্রয়োগ সহজ হবে বলে উপস্থিত সবাই আশা প্রকাশ করেন। —নিজস্ব প্রতিবেদক Src: http://www.prothom-alo.com/detail/date/2011-01-20/news/124805 Collected Articles