ইমান মালিকি Rumi, July 5, 2014July 5, 2014 ইমান মালেকি ইরানের তেহরান শহরে জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালে। ছোট থেকেই ছিলো ছবি আঁকার নেশা। ১৫ বছর বয়স থেকে দীক্ষা নেন ইরানের মহান রিয়ালিস্ট পেইন্টার মর্তেজা কাতৌজিয়ানের কাছে। ১৯৯৮ সালে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইনে সম্মান ডিগ্রি লাভ করেন। তারপর বিভিন্ন প্রদর্শনীতে তাঁর আঁকা চিত্র প্রদর্শিত হয়। বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন বিভিন্ন সময়। আসুন দেখে নিই ইমান মালেকির আঁকা অসাধারণ কিছু চিত্র: Emigrant: কাগজে কালার পেন্সিলে, আঁকা ২০০৩ সালের[/caption] Uncategorized Thoughts