Eating out in Dhaka- ঢাকার মধ্যের খাবার Rumi, July 21, 2011 নানা কিসিমের জার্নি দেখছি, এবার ঠিক করছি “”ফুড জার্নি দি ঢাকা”” স্টার্ট দেব। লেট’স জয়েন হু ওয়ান্টস!!!! ১ . বেচারাম দেউরীতে অবস্হিত নান্না বিরিয়ানি এর মোরগ – পোলাও ২ . ঝিগাতলার সুনামী রেস্তোরা এর কাচ্চি বিরিয়ানী ৩ . খিঁলগাও এর ভোলা ভাই বিরিয়ানী এর গরুর চাপ এবং মুক্তা বিরিয়ানী এর গরুর চাপ , খাসীর চাপ এবং ফুল কবুতর ৪ . মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝীলের ভূনা খিচুড়ী ৫ . হোটেল আল – রাজ্জাকের কাচ্চি + গ্লাসি ৬ . লালমাটিয়ার স্বাদ এর তেহারী ৭ . নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসীর লেকুশ , চিংড়ি , ফালুদা ৮ . নয়াপল্টনে হোটেল ভিক্টোরীতে ৭০টি আইটেমের বুফে ৯ . হাতিরপুল মোড়ে হেরিটেজ এর শর্মা ১০ . শ্যামলী রিং রোডের আল – মাহবুব রেস্তোরার গ্রীল চিকেন ১১ . মোহাম্মদপুর জেনেভা / বিহারী ক্যাম্পের গরু ও খাশির চাপ ১২ . মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনের বিহারী ক্যাম্পের " মান্জারের পুরি " ১৩ . চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানী ১৪ . মিরপুর – ১০ – এর শওকতের কাবাব ১৫ . নারিন্দার শাহ সাহেবের ঝুনার বিরিয়ানী ১৬ . ইংলিশ রোডের মানিকের নাস্তা ১৭ . গুলশানের কস্তুরির সরমা ১৮ . সোবহানবাগের প্রিন্স রেস্টুরেন্ট এর কাকড়া ১৯ . সাইন্স – ল্যাবের ছায়ানীড়ের গ্রীল – চিকেন ২০ . নাজিরা বাজারের হাজীর বিরিয়ানী ২১ . জেলখানা গেটের পাশে হোটেল নিরবের ব্রেন ফ্রাই ২২ . নয়া বাজারের করিমের বিরিয়ানী ২৩ . হাজি বিরিয়ানী এর উল্টা দিকের হানিফের বিরিয়ানী ২৪ . লালবাগের ভাটের মসজিদের কাবাব বন ২৫ . মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুলের গেটে এক মামার চানাচুর মাখা ২৬ . বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ী ২৭ . খিলগাঁও বাজারের উল্টো পাশে আল রহমানিয়ার গ্রীল চিকেন আর তেহারী ২৮ . মতিঝিল সিটি সেন্টারের পিছনের বালুর মাঠের পিছনের মামার খিচুড়ী ২৯ . চানখারপুলের নীরব হোটেলের ভুনা গরু আর ভর্তার সাথে ভাত ৩০ . ধানমন্ডী লায়লাতির খাসির ভুনা খিচুড়ী ৩১ . হোসনী দালান রোডে রাতের বেলার পরটা আর কলিজা ভাজি ৩২ . নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার ৩৩ . পুরানা পল্টনে খানা – বাসমতির চাইনিজ প্যাকেজ ৩৪ . বনানীর বুমারস রেস্টুরেন্টের বুফে প্যাকেজ ৩৫ . ধানমন্ডির কড়াই গোশত এর ইলিশ সস ৩৬ . গুলশান ২ এর খাজানার মাটন দম বিরিয়ানী এবং হাইদ্রাবাদী বিরিয়ানী ৩৭ . উত্তরার একুশে রেস্তোরার গ্রীল চিকেন ৩৮ . ধানমন্ডি / বনানীর স্টার হোটেলের কাচ্চি এবং কাবাব ৩৯ . মৌচাকের স্বাদ রেস্তোরার ভাতের সাথে ৩৬ রকমের ভর্তা ৪০ . সাইন্স ল্যাবে মালঞ্চ রেস্তোরার কাচ্চি বিরিয়ানী ৪১ . রয়্যালের বাদামের শরবত লালবাগ ৪২ . বেইলী রোডে স্টামফোর্ড ইউনিভার্সিটির সামনের গরু , খাশির চাপ + স্যুপ ৪৩ . চানখারপুলের মামুন হোটেলে ' র স্পেশাল ( প্রতি মাসের ১ম শুক্রবার ) কাচ্চি , ৪৪ . মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে শীতলের গ্রিলের সাথের সস ( কিনতে পাওয়া যায় অর্ডার দিলে , খুব বেশী জোশ ) ৪৫ . ধানমন্ডি ৮নম্বরের চাপের দোকান Uncategorized Thoughts বাংলা